খুলনা পওর বিভাগ-১
-১৮৮১.৮৯ লক্ষ টাকা ব্যয়ে ২০০৯-১৩ সালে ভুতিয়ার বিল (পাইলট প্রকল্প) বাস্তবায়িত হয়েছে।
-২৮৮৯৪.৮১ লক্ষ টাকা ব্যয়ে ২০১৩-২১ সালে ভুতিয়ার বিল-বর্ণাল-সলিমপুর-কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের পুনর্বাসন প্রকল্প(২য় পর্যায়) বাস্তবায়িত হয়েছে।
-১৫৭৭.২৪ লক্ষ টাকা ব্যয়ে ২০১৬-১৮ সালে বিএনএস তিতুমীর সংলগ্ন ভৈরব নদীর ডান তীরে ৪৬৫.০০ মিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যেখানে বাস্তবায়িত নদীতীর প্রতিরক্ষা কাজ বর্তমানে ভালো অবস্থায় রয়েছে।
-২৩৯২.৫৩ লক্ষ টাকা ব্যয়ে ২০১২-১৬ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় খুলনা জেলার বারাকপুর দিঘলিয়া প্রকল্পের বেড়িবাঁধ মেরামত ও নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়িত কাজ বর্তমানে ভালো অবস্থায় রয়েছে।
- ৪১৪১.৮০ লক্ষ টাকা ব্যয়ে ২০১৬-১৯ সালে খুলনা জেলার জলাবদ্ধতা দূরীকরণে ভদ্রা ও সালতা নদী পুনঃখনন প্রকল্প(১ম পর্যায়) বাস্তবায়িত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের “বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ” কর্তৃক প্রকল্পের সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদনে প্রকল্পটিকে একটি সফল প্রকল্প হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
খুলনা পওর বিভাগ-২
- ৪৫৯৪.৪৯ লক্ষ টাকা ব্যয়ে ১৯৯৬-২০০০ সালে খুলনা শহর রক্ষা প্রকল্প (STIFPP) বাস্তবায়িত হয়েছে।
- ১৭৬.৪৬ লক্ষ টাকা ব্যয়ে ১৯৯৮-১৯৯৯ হতে ২০০০-২০০১ মেয়াদকালে নদী সংরক্ষণ ও উন্নয়ন এবং শহর সংরক্ষণ প্রকল্প (ফেজ-২) বাস্তবায়িত হয়েছে।
- ২০৪৮.২২ লক্ষ টাকা ব্যয়ে ১৯৯৮-২০০৫ সালে উপকূলীয় বাঁধ প্রকল্প পোল্ডার নং- ৩৪/২ (অংশ) (আমিরপুর-ভান্ডারকোট-বালিয়াডাংগা) বাস্তবায়িত হয়েছে।
- ২৯৬৯.৯৯ লক্ষ টাকা ব্যয়ে ১৯৯৮-৯৯ হতে ২০০৫-০৬ মেয়াদকালে চতুর্থ মৎস্য প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
- ১০৬৬৩.৫৪ লক্ষ টাকা ব্যয়ে জুলাই, ২০০৪ হতে জুন, ২০১১ পর্যন্ত মেয়াদকালে সমন্বিত টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা (ইপসাম) প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
- ২৯২৬.৮৬ লক্ষ টাকা ব্যয়ে ২০১৮-২০২১ সালে ভৈরব ও রূপসা নদীর ভাঙ্গন হতে খুলনা শহরের গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনাসমূহ রক্ষা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS