Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

খুলনা পওর বিভাগ-১ এর অধিক্ষেত্র এলাকা হলো খুলনা জেলার ডুমুরিয়া, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা, রূপসা ও বটিয়াঘাটা উপজেলা(জলমা ও সুরখালী ইউনিয়নের আংশিক)। খুলনা পওর বিভাগ-১ এর অধীনে তিনটি উপ-বিভাগ রয়েছে, যথা খুলনা পওর উপ-বিভাগ-১, তেরখাদা প্ওর উপ-বিভাগ ও ডুমুরিয়া পওর উপ-বিভাগ। এই বিভাগের অধীনে মোট ৯ টি পোল্ডার রয়েছে। পোল্ডারসমূহ হলো পোল্ডার নং- ১৭/১, ১৭/২, ২৫, ২৬, ২৭/১, ১৭/২, ২৮/১, ২৮/২ এবং পোল্ডার নং ২৯। এছাড়া খুলনা পওর বিভাগ-১ কর্তৃক ১৯৮২-৮৩ সালে বাস্তবায়িত হয় বারাকপুর ‍দিঘলিয়া প্রকল্প এবং ১৯৭৮-৮২ সালে বাস্তবায়িত হয় বর্ণাল-সলিমপুর-কোলাবাসুখালী প্রকল্প। ৯ টি পোল্ডার এবং এই দুইটি প্রকল্পের আওতায় মোট এলাকা হলো ৭৭৪৪১.০০ হেক্টর। এর মধ্যে ৬১৯৫২.০০ হেক্টর এলাকা পোল্ডারাইজেশন ও প্রকল্প বাস্তবায়নের ফলে সরাসরি উপকৃত হচ্ছে। পোল্ডারসমূহের মোট বাধেঁর দৈর্ঘ্য ৩৮৩.৯০ কিলোমিটার, রেগুলেটরের সংখ্যা ৯৪ টি এবং নিষ্কাশন খালের দৈর্ঘ্য ৫৮১.০০ কিলোমিটার। মোট ৪১ টি নদীর মধ্যে প্রধান প্রধান নদীসমূহ হচ্ছে আঠারোবাঁকি, চিত্রা(কাটাখালী), আতাই, ভৈরব, রূপসা, ময়ুর, কাজিবাছা, শৈলমারী, সালতা, হামকুড়া, হরি-তেলিগাতি, গ্যাংরাইল, জয়খালী, ভদ্রা প্রভৃতি নদী। খুলনা পওর বিভাগ-১ এর অধীনে মোট ২৬২ টি খাল আছে, যার মধ্যে ১২২ টি খাল খনন করা হয়েছে এবং ৬৪ টি খাল খননের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

 

খুলনা পওর বিভাগ-২ এর অধিক্ষেত্র এলাকা হলো খুলনা জেলার বটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ, রূপসা (আংশিক), খুলনা সদর (আংশিক) ও কয়রা (আংশিক)। খুলনা পওর বিভাগ-২ এর অধীনে তিনটি উপ-বিভাগ রয়েছে, যথা খুলনা পওর উপ-বিভাগ-২, পাইকগাছা পওর উপ-বিভাগ ও দাকোপ পওর উপ-বিভাগ। এই বিভাগের অধীনে মোট ১৫ টি পোল্ডার রয়েছে। পোল্ডারসমূহ হলো পোল্ডার নং- ৯, ১০/২, ১৬, ১৮/১৯, ২০ ও ২০/১, ২১, ২২, ২৩, ৩০, ৩১, ৩১ (অংশ), ৩২, ৩৩ এবং ৩৪/২ (অংশ)(আমিরপুর-ভান্ডারকোট-বালিয়াডাংগা)। এছাড়া খুলনা পওর বিভাগ-২ কর্তৃক ১৯৯৬-২০০০ সালে খুলনা শহর রক্ষা প্রকল্প (STIFPP) বাস্তবায়িত হয়েছে। ১৫ টি পোল্ডার এবং এই একটি প্রকল্পের আওতায় মোট এলাকা হলো ৬৮৭১২.০০ হেক্টর। এর মধ্যে ৬৬১১২.০০ হেক্টর এলাকা পোল্ডারাইজেশন ও প্রকল্প বাস্তবায়নের ফলে সরাসরি উপকৃত হচ্ছে। পোল্ডারসমূহের মোট বাধেঁর দৈর্ঘ্য ৫১০.৩৬ কিলোমিটার, নিষ্কাশন রেগুলেটরের সংখ্যা ২৬৩ টি এবং নিষ্কাশন খালের দৈর্ঘ্য ৫২২.৫০ কিলোমিটার। প্রধান প্রধান নদীসমূহ হচ্ছে পশুর, শিবসা, কপোতাক্ষ, রূপসা, কাজিবাছা, ঢাকী, কুরুলিয়া, ঝপঝপিয়া, ভদ্রা, চুনকুড়ি প্রভৃতি। খুলনা পওর বিভাগ-২ এর অধীনে মোট ১২৭ টি খাল আছে, যার মধ্যে ২৪ টি খাল খনন করা হয়েছে এবং ১৪ টি খাল খননের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।